Our Products
C-Vita
C-Vita
পুষ্টি প্রিমিক্স
সি-ভিটা গবাদি পশু-পাখি ও মাছের ধকল নিয়ন্ত্রক 100 gm প্রতি গ্রাম পাউডারে আছে ভিটামিন সি এসকরবিক এসিড বিপি ১০০০ মিলি গ্রাম । পানিতে দ্রবনীয় ভিটামিন সি ।
নির্দেশনা (সি-ভিটা এর উপকারিতা) ঃ
পোল্ট্রি : ভিটামিন সি এর অভাব পূরণ করে ।
বিবিন্ন ধরনের ধকল স্ট্রেস নিয়ন্ত্রন করতে পারে যেমন ঃ তাপজনিত ধকল, টিকা প্রদানের সময় ধকল, ঠোট কাটা জনিত স্ট্রেস, রোগ জনিত স্ট্রেস ইত্যাদি ।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
→ স্টেরোয়েড হরমোন, কোলাজেন (যা শুকানো) তৈরী এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
ডিমের খোসা শক্ত রাখে ও ব্রয়লারের সুষম বৃদ্ধিতে সহায়তা করে । ডিমের ফার্টিলিটি ও হ্যাচবিলিটি বৃদ্ধি করে।
কোন কোন ক্ষেত্রে এন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ।
মাছ ও চিংড়ি : ক্ষুধাহীনতা, স্কোলিওসিস ও লার্ডোসিস সহ অন্যান্য শারীরিক বিকলাঙ্গতা কমাতে সহায়তা করে ।
ব্রুড মাছের ক্ষেত্রে ডিমের হ্যাচিং রেট বৃদ্ধিতে সহায়তা করে ।
মাছ ও চিংড়ির পোনা মজুদ ও পরিবহন জনিত দূর্বলতা কাটাতে বিশেষভাবে কার্যকর । মাছ ও চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
সর্বপরি মাছের সকল ধরনের ধকল নিয়ন্ত্রন করে।
সকল ঔষধ শিশুদের নাগালে বাহিরে রাখুন ।
আলো থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন ।
মাত্রা ও প্রয়োগ বিধি : পোল্ট্রি ঃ ১ গ্রাম প্রতি ৫-১০ লিটার খাবার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে, অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
মাছ ও চিংড়ি ঃ প্রতি কেজি খাদ্যে ১-৩ গ্রাম, অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ।
সাবধানতা : ব্যবহারের পর স্যাশেটটি ভালভাবে বন্ধ করে রাখুন ।
শুধুমাত্র মৎস্য চিংড়ি ও ভেটেরিনারিতে ব্যবহার্য ।
